আসছে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’

সম্প্রতি পরিচালক রায়হান রাফি ফেসবুকে তার নতুন ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছেন। ৮ মে রাফি ফেসবুকে তার নতুন ওয়েব ফিল্মের অফিশিয়াল পোস্টারটিও শেয়ার করেছেন। পোস্টারেরর সঙ্গে লিখেছেন, ‘ঢাকা প্রাণের শহর, স্বপ্নের শহর। এই প্রাণের শহরেই চলে নানা রকম লীলাখেলা এখানে কত নিষ্প্রাণ মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটি অধ্যায়।’

পোস্টারে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের মুখ। ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ পোস্টারে আছে রাশেদ মামুন অপু, তমা মির্জা ও মনোজ প্রামাণিকের নাম। এছাড়াও নতুন অভিনেত্রী হিসেবে নাজিফা তুষিকে দেখা যাবে।

ঈদের সপ্তম বা নবম দিনে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আই থিয়েটারে। পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্ম। একেক অভিনয়শিল্পী থাকবেন একেক গল্পে।

এর আগে ওয়েব সিরিজ ‘জানোয়ার’ আসার পর অনেক প্রশংসিত হয়েছিলেন রায়হান রাফি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন