আসছে ঢাকা 2040

প্রযোজক সনেট কুমার সাহা এবং পরিচালক দীপংকর দীপক এর আসন্ন সিনেমা ‘ঢাকা 2040’ নির্মিত হতে যাচ্ছে। এর আগে পরিচালক দীপংকর দীপক এর ‘ঢাকা এ্যাটাক’ সিনেমাটি মুক্তি পেয়েছিল যা সিনেমা জগতে এক আলোড়ন সৃষ্টি করে তুলেছিল।

ডিজিটাল বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং তার এক বছর আগে কি কি পরিবর্তন হতে পারে এই বাংলাদেশে তারই প্রেক্ষাপটে নির্মাণ হতে যাচ্ছে এই সিনেমা। বাংলাদেশের রাজধানী অনবদ্য রূপ কেমন হতে পারে আর সেই রূপরেখা সিনেমায় তুলে ধরতে ‘ঢাকা 2040’ নামে সিনেমা নির্মিত হতে যাচ্ছে।

এরই মাঝে ২০১৯ এর জুনে সিনেমাটির মহরত হয় এবং শুটিং শুরু হয় জুলাই এর দিকে। সম্প্রতি সিনেমাটির নতুন আরেকটি পোস্টার ফেসবুকে ভাইরাল হতে শুরু করেছে।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নুসরত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, বাপ্পী চৌধুরী, এবিএম সুমন প্রমূখ।
এই পরিচালকের নতুন আরেকটি সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদ-উল-আজহা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন