‘আল্লাহ সহ্য করার তৌফিক দান করুক’, বললেন ফারুকী

পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালিত ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ সিনোমটি এখনো বাংলাদেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ থেকে সনদ না পেলেও ছবিটি ইতিমধ্যে দেশের বাইরে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

২৬ মে দুপুরে পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক লিখেছেন, ‘শনিবার বিকেল ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেল। যারা এই ব্যানের পিছনে আছেন, আল্লাহ আমাদের এই সব মুখ বুজে সহ্য করার তৌফিক দান করুক। যাতে আমাদের কোনো কথা বা কাজে তাদের গোসসা না হয়। আমিন।’

পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ পরিচালককে প্রশ্ন করেছেন, সিনেমাটি কোনো ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া সম্ভব কিনা? নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক শখ ছিল হলে গিয়ে বড় স্ক্রিনে দেখবো। তবে আমি আশা ছাড়িনি।’  যদিও এই চয়নিকাই একসময় ফারুকীর সিনেমার ভাষাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন।

সরওয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। এছাড়াও অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি এবং কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন