আলমগীর বেঁচে আছেন, সুস্থ আছেন

আলমগীর। ছবি : সংগৃহীত

কিছুদিন পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের মানুষদের মৃত্যু নিয়ে গুজব ছড়াতে দেখা যায়। এবার ২৮ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ শোনা যায়, মারা গেছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। অথচ দিব্যি সুস্থ-সবল আছেন তিনি, বাসায় দৈনন্দিন কাজ করছেন।

আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ফেসবুকে বলেন, “আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।’’

আলমগীরের স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা দৈনিক প্রথম আলোকে বলেন, “কী বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না। যিনি বা যারা এমনটা করছেন, তাঁরা কী ধরনের পৈশাচিক আনন্দ খুঁজে পান, তা–ও তো বুঝি না। এ ধরনের খবর ছড়ানোর পেছনে তাদের কী ধরনের রুচি বা উদ্দেশ্য কাজ করে, সেটাও মাথায় আসে না। একজন পরিপূর্ণ সুস্থ মানুষকে নিয়ে মৃত্যু খবর ছড়িয়ে দেওয়ার পর তাঁর পরিবার কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকে, তা তো শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন। গুজব ছড়িয়ে পড়ার পর চারদিক থেকে ফোন আসা শুরু করে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। সবাইকে এ রকম অস্থির অবস্থার মধ্যে ফেলে ওই চক্ররা কী মজা পায়, কী লাভ হয়, কিছুই বুঝি না। আমরা সত্যিই ভীষণভাবে মর্মাহত।’’

এর আগে গত এপ্রিলেও করোনা আক্রান্ত আলমগীরকে নিয়ে এমন গুজব ছড়িয়েছিলো।
১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ দিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলমগীরের যাত্রা শুরু। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায়ও সফল। সর্বশেষ তিনি ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন