বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। এই অভিনেতার হাতে রয়েছে বেশ কয়েকটি বড় সিনেমা। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে, কিছু বাকি। শুটিং চলাকালীন অবস্থায় করোনায় আক্রান্ত হন তিনি, তবে এখন ভালো আছেন।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, ‘মিশল মঙ্গল’ খ্যাত পরিচালক জগন শক্তির পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই ছবি আদতে একটি অ্যাকশন ড্রামা হলেও তাতে থাকবে বিজ্ঞানের ছোঁয়া। তবে বিজ্ঞানের কোন বিভাগ- তা এখনো জানা যায় নি।
‘মিশন মঙ্গল’-এর মতো এ ছবির চিত্রনাট্যও সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এই ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে একজন কড়া মেজাজের পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তবে এখনো ছবির নাম এবং বাকি কাস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। চলতি বছরের শেষের দিকেই শুরু হয়ে যেতে পারে শুটিংয়ের কাজ।