আজ আসছে ‘মিশন এক্সট্রিম’-এর ট্রেলার

আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। তবে এর আগে আজ ২৪ অক্টোবর চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পাচ্ছে।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে ফয়সাল বলেন, “আগামীকাল (২৪ অক্টোবর) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এর ট্রেলার দর্শকদের সামনে আসছে।’’

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত সহ অনেকে অভিনয় করেছেন। আরিফিন শুভ বলেন, “এই সিনেমাটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে সিনেমাটির ট্রেলার মুক্তি পাচ্ছে। এছাড়া আগামী ৩ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে, অসম্ভব ভালো লাগছে। কঠোর পরিশ্রম করেছি সিনেমার চরিত্র হয়ে ওঠার জন্য। সবকিছু করেছি সিনেমার প্রতি ভালোবাসা থেকেই।’’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন