অস্কার সঞ্চালনায় তিন নারী কমেডিয়ান

গত তিন বছর অস্কারে ছিলেন না কোনো সঞ্চালক। কিন্তু এবার ৯৪তম অস্কার তথা একাডেমি পুরস্কারের মঞ্চে থাকবেন তিন নারী। যারা পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালন করবেন। মার্কিন সাময়িকী ভ্যারাইটির জানাচ্ছে, এবারের অস্কার সঞ্চালনায় থাকছেন ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার আর রেজিনা হল।

ওয়ান্ডা সাইকস, রেজিনা হল, ও অ্যামি শুমার

মজার ব্যাপার হলো, এই তিন নারীই কমেডিয়ান, কেউ লেখায়, কেউবা কথায়। মানুষকে হাসাতে তাদের জুড়ি নেই। তাদের মধ্যে ওয়ান্ডা সাইকস একবার যুক্তরাষ্ট্রের ২৫ জন হাস্যরসিকের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। অন্যদিকে অ্যামি শুমার কমেডি লেখার জন্য পুরস্কার জিতেছেন। টেলিভিশনে কমেডি শো করে পেয়েছেন প্রাইমটাইমম এমি অ্যাওয়ার্ড। আর রেজিনা হল কমেডি সিরিজ স্ক্যারি মুভি এবং টেলিভিশন সিরিজ অ্যালি ম্যাকবিলে অভিনয় করেছেন।

একাডেমি পুরস্কারের মঞ্চে শেষবার তিনজন সঞ্চালক এসেছিলেন প্রায় ৩৫ বছর আগে । তবে এবারই প্রথম তিনজন নারী একসঙ্গে সঞ্চালনার জন্য ডাক পেলেন৷
আগামী ২৭ মার্চ ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ৯৪তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানের আসর বসবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন