এবছর দাদাসাহেব ফালকে পেলেন যারা

ভারতের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারো সিনেমা ও টিভি জগতের সেরা কাজগুলোকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হলো। বিভিন্ন বিভাগে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়।

এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর সিং। রণবীর সিং ‘এইটি থ্রি’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। এই সিনেমায় রণবীরের লুক এবং তার অভিনয প্রশংসিত হচ্ছে। অভিনেত্রী কৃতী স্যানন ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এই সিনেমাতে তিনি একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারের এবারের আসরে আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা : দ্য রাইজ’ বর্ষসেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। তবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘শেরশাহ’। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার এবং কিয়ারা আদভানি সমালোচক বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘সর্দার উধম’।

‘পুষ্পা : দ্য রাইজ’ বর্ষসেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে

উল্লেখ্য, গতকাল (২০ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরো যারা পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার: 

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান – আশা পারেখ।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম – ‘অ্যানাদার রাউন্ড’।
সেরা পরিচালক – ‘স্টেট অব সেইজ: টেম্পল অ্যাটাক’ সিনেমার জন্য কেন ঘোষ।
সেরা সিনেমাটোগ্রাফার – ‘হাসিনা দিলরুবা’ সিনেমার জন্য জয়কৃষ্ণ গুম্মাদি।
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র) – ‘কাগজ’ সিনেমার জন্য সতীশ কৌশিক।
সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র) – ‘বেল বটম’ সিনেমার জন্য লারা দত্ত।

রণবীর সিং ‘এইটি থ্রি’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন

খল চরিত্রে সেরা অভিনেতা (খল চরিত্র) – ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার জন্ আয়ুষ শর্মা।

দর্শকের পছন্দে সেরা অভিনেতা – অভিমন্যু দাসানি।
দর্পশশ পছন্দে সেরা অভিনেত্রী – রাধিকা মদন জন্য।সেরা নবাগত – ‘তড়প’ সিনেমার জন্য আহান শেট্টি।
সেরা ওয়েব সিরিজ – ‘ক্যান্ডি’।
ওয়েব সিরিজে সেরা অভিনেতা – ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর জন্য মনোজ বাজপেয়ী।
ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী – ‘আরণ্যক’-এর জন্য রাবিনা ট্যান্ডন।

অভিনেত্রী কৃতী স্যানন ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত

সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী (পুরুষ) – বিশাল মিশ্রা।
সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী (নারী) – কণিকা কাপুর।
সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা – ‘পাউলি’।

বর্ষসেরা টেলিভিশন সিরিজ – ‘অনুপমা’।
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা – ‘কুছ রং পেয়ার কে আইসে ভি’-এর জন্য শাহির শেখ।
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী – ‘কুণ্ডলি ভাগ্য’এর জন্য শ্রদ্ধা আর্য।
টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা – ধীরাজ কাপুর।
টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী – রুপালি গঙ্গোপাধ্যায়।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন