এই বছর অস্কার ঘোষণায় উপস্থাপনায় দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক্স জনস্। এরপরেই হঠাৎ দেখা যাচ্ছে তারা সকলের থেকে আলাদা হয়ে অস্কার নিয়ে পালিয়ে যাচ্ছেন। রীতিমতো যেনো চুরি ! এই আচরণে নেটিজনরা রীতিমতো অবাক!
চুরি করা ছবিটি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায়। এই দম্পতি মজা করে তাদের এই খুনসুটির বার্তাটি শেয়ার করে নিলেন তার ভক্তদের মাঝে।
সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা শিরোনামে লিখেছেন, ‘এক ভাবে না পেলে অন্য ভাবে পেতে হবে’। সেই সাথে অস্কার কর্তৃপক্ষকে তাদের এতো বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন এবং নিজের ছবি মনোনীত হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে সকলকে সুখবর দিয়েছেন। এছাড়াও যারা মনোনীত হয়েছেন তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন।
গত সোমবার অস্কার মনোনয়ন দুটি ভাগে বিভক্ত করে তাদের তালিকা প্রকাশিত করলেন এই জুটি। এখানে ৯৩-তম একাডেমিক এ্যাওয়ার্ডসে নাম রয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার ‘।
আগামী ২৫ এপ্রিল ঘোষণা হবে এ বছরের অস্কার প্রাপ্ত বিজয়ীদের নাম।