এবছর একাডেমি পুরস্কার তথা অস্কার দৌড়ের চূড়ান্ত ‘সেরা সিনেমা’ বিভাগে নেই বছরের অন্যতম হিট সিনেমা ‘স্পাইডার-ম্যান নো ওয়ে হোম’। করোনার মহামারির মাঝে বক্স অফিসে ব্লকবাস্টার হলেও স্পাইডার-ম্যান মাত্র একটি বিভাগে অস্কারের জন্য মনোনিত হয়েছে।
অন্যদিকে অস্কার মনোনয়নে সবার থেকে এগিয়ে জেন ক্যাম্পিয়ন পরিচালিত নেটফ্লিক্সের ওয়েস্টার্ন সিনেমা ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পরিচালক দসহ মোট ১২টি বিভাগে মনোনী হয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত এই সিনেমা। অস্কারের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে অস্কারে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছিল। ডেনিস ভিলেনুভের সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন’ মোট ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে। আর স্টিফেন স্পিলবার্গের ‘ ওয়েস্ট সাইড স্টোরি’ ও ‘বেলফাস্ট’ সাতটি বিভাগে মনোনীত হয়েছে।
আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসবে। অনুষ্ঠানটি এবিসি টেলিভিশনে সম্প্রচারিত হবে।