অক্ষয় কুমার সাহায্য করেন, নাকি এখানেও অভিনয়?

কোভিড পরিস্থিতির এই সময়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেছিলেন সাবেক বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। টুইটারে তিনি এই আবেদন জানিয়েছিলেন। তার সেই নিরীহ টুইট নিয়ে আলোচনার ঝড় তৈরি হয় যখন সাবেক আইএস অফিসার সূর্যপ্রতাপ সিং এর বিরুদ্ধে মুখ খুললেন।

সূর্যপ্রতাপ একটু কড়া ভাষাতে বলেছেন, করোনা পরিস্থিতিতে নাকি মানুষকে সাহায্য করার নাটক করেছেন অক্ষয় কুমার! টুইঙ্কেল খান্নার টুইটে তিনি এমন মন্তব্য করেন। লিখেছেন, ‘টুইঙ্কেলজি আপনার স্বামী ভারতের অন্যতম ধনী অভিনেতা। তহবিলের নামে টাকা জোগাড় করে তা দিয়েই সাহায্য করার নাটক করার চাইতে ভালো হবে, যদি আপনার পরিবার এই মহামারিতে একটু উদারতা দেখায়।’

আইএস অফিসারের টুইটের উত্তরে টুইঙ্কেল লেখেন, ‘এই পরিপ্রেক্ষিতে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর ডোনেট করেছি, অন্যভাবেও সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগেও বলেছি, বর্তমান পরিস্থিতিতে আমি-তুমি করলে চলবে না, সবাইকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। দুঃখের বিষয়, এখনো কিছু মানুষ অপরকে ছোট দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘

তবে অক্ষয় কিন্তু সাহায্য করেন। এই সেদিনও তো সাবেক ক্রিকেটার দিল্লির বিধায়ক গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন