সঞ্জয় লীলা বানসালির ‘হিরামন্ডি’ নেটফ্লিক্স ওয়েব সিরিজে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ব্রিটিশ শাসিত ভারতে লাহোরের এক নিষিদ্ধপল্লির প্রেক্ষাপটে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, যৌনতা, রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বের গল্প বলবে ‘হিরামন্ডি’ সিরিজটি। এই নিষিদ্ধপল্লীর কর্ত্রীর চরিত্রে ঐশ্বরিয়াকে পছন্দ বানসালির।
জানা যায়, প্রাথমিকভাবে এই চরিত্রে রেখাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখালেও পরবর্তীতে সরে আসেন বানসালি। তবে ঐশ্বরিয়ার সঙ্গে আলোচনার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
‘হিরামণ্ডি’ সিরিজের শুধু প্রথম পর্বটিরই পরিচালক বানসালি। ৭ পর্বের এ সিরিজের বাকি পর্বগুলো বানসালির তত্ত্বাবধানে বিভু পুরি পরিচালনা করবেন।
১০ আগস্ট বানসালির প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘হিরামন্ডি’র পোস্টার শেয়ার করেছে। লিখেছে, “আপনাদের অপেক্ষায় আছে এক কাব্য। সঞ্জয় লীলা বানসালির ‘হিরামন্ডি’ সবাইকে রোমাঞ্চিত করবে।“
‘হিরামণ্ডি’ সিরিজটির অন্যান্য মূল চরিত্রে থাকছেন সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, নির্মিত কাউর, মনীষা কৈরালা আর সায়নী গুপ্ত। সোনাক্ষী আর হুমাকে যৌনকর্মীর চরিত্রে দেখা যেতে পারে এখানে।