সাবধান ইন্ডিয়ার সুশান্তকে সাবধান করল টুইটার

ক্রাইম শো ‘সাবধান ইন্ডিয়া’র উপস্থাপক ও চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং মত প্রকাশে কখনো কুণ্ঠাবোধ করেন না বলেই মনে করা হয়। তার বক্তব্য বরাবরই বির্তকের ঝড় তোলে। আক্রমণের শিকারও হন তিনি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করতে বিরত থাকেন না। এজন্য এবার তাকে সাময়িকভাবে টুইটার অ্যাকাউন্ট হারাতে হলো।

২৬ মে এই অভিনেতা ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন, টুইটার কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। স্থগিতের ঘোষণার স্ক্রিনশটসহ এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট ফের একবার বন্ধ করে দেয়া হলো।’

টুইটার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাকে একবার নোটিশ দিতে পারতে।’ সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএসকে ধন্যবাদ জানিয়েছেন।

সুশান্তেরর দাবি, তিনি যে মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন, সেগুলো সঠিক তাই তার কাজে বাধা দেয়া হচ্ছে।

তবে এর ঘন্টাখানেক পর তার অ্যাকাউন্ট সচল করে দেয়া হয়। তিনি জানিয়েছেন, তিনি জানেন না- কেন তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল। এই প্রসঙ্গে সুশান্ত সিং ইন্ডিয়া টুডেকে জানান, ‘এই ব্যাপারে আামাকে কোনো তথ্য দেয়া হয়নি।’ তিনি দাবি করেন, এভাবে তার বাকস্বাধীনতা কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন