শেষ হলো ‘বইমেলার সেরা ছবি’ প্রতিযোগিতা

প্রতিবছরের মতো এবারও ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি ও শ্রাবণ প্রকাশনী যৌথভাবে আয়োজন করলো ‘বইমেলার সেরা ছবি’ শিরোনামের আলোকচিত্র প্রতিযোগিতা। অমর একুশে বইমেলা ২০২২-এর শুরুর দিকে এই প্রতিযোগিতা ঘোষণা করা হয়। সারাদেশের যেকোনো বইমেলায় তোলা সেরা ছবির জন্য উন্মুক্ত ছিল এই প্রতিযোগিতা।

পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি : শিশির চৌধুরী

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রাবণ প্রকাশনীর স্টলের সামনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার তুলে দেয়া হয়। তিনজন বিজয়ী পেয়েছেন শ্রাবণ প্রকাশনীর পক্ষ থেকে একসেট বই ও সনদপত্র।

প্রতিযোগিতায় ছবি দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে হাবিবুর রহমান, সৈয়দ মাহবুবুল কাদের ও মো. আব্দুল হামিদ। তাঁদের হাতে উপহার ও সনদপত্র তুলে দেন আলোকচিত্রী কায়জার কবির, সাংবাদিক অপূর্ণ রুবেল, দৃশ্য-গল্পকার ও লেখক সুদীপ্ত সালাম প্রমুখ। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ফটোফি ও শ্রাবণ প্রকাশনী ভিন্নধর্মী এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন