‘রোজিনা ইসলামের টুঁটি চেপে ধরা মানে আমাদের টুঁটি চেপে ধরা।’

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। ১৭ মে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে অবরুদ্ধ করে রাখে সেখানকার কর্মকর্তারা। সেসময় তাকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ করেছেন তার স্বজনেরা।

প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

দেশের বরেণ্য শিল্পী, অভিনেতা, অভিনেত্রীসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই আওয়াজ তুলেছেন একসঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মনের কথা তুলে ধরেছেন।

সংগীতশিল্পী কনকচাঁপা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রোজিনা ইসলামের টুঁটি চেপে ধরা মানে আমাদের টুঁটি চেপে ধরা।’

কনকচাঁপা এই ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তিনি চান দুর্নীতির বিরুদ্ধে কলম চলার স্বাধীনতা।

বাউল শিল্পী কুদ্দুস বয়াতি লিখেছেন, ‘সাংবাদিক নয় দুর্নীতিবাজদের ধরুন, রোজিনা ইসলামের মুক্তি চাই।’

সংগীতশিল্পী কোনাল লেখেন, ‘রোজিনা আপা একজন সৎ, সাহসী সাংবাদিক। তার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। দোষীদের উচিত শাস্তির দাবি জানিয়ে আমার এই গান।’ কোনাল সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে ‘সত্যকন্যা’ শিরোনামে একটি গান করেছেন। যা বেশ শ্রোতাদের মন কেড়েছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন