বলিউড ৯ই মার্চ, মঙ্গলবার অভিনেতা রণবীর কাপুর এ যেন এক নাজেহাল অবস্থা কাপুর পরিবারের উপর একের পর এক শনির রেখা যেনো কিছুতেই যাচ্ছে না। বেশকিছু দিন আগে রণবীর কাপুরের মা করোনা পজিটিভ ছিলো। তখন রণবীর কাপুর “যুগযুগ জিও ছবির শুটিংয়ের কাজে বাহিরে ছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন। বলিউড পাড়ায় গুনজন শোনা গেছে অভিনেতা রণবীর কাপুর করোনায় আক্রান্ত। কারিনা কাপুরের পিতা রান্ধির কাপুর রণবীর কাপুরের অসুস্থতার কথা প্রকাশ করেন। তবে পরবর্তীতে তিনিই আবার বলেন, বাহিরে থাকার কারণে নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। তবে রণবীর এখন বাড়িতেই আছেন আর রেস্ট করেছেন। এ যেনো শাঁক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। শুরুতে বিষয়টি নিশ্চিত না হলেও পরবর্তীতে বিষয়টি খোলাসা হয়। রণবীর কাপুরের করোনা পজিটিভ আর এখন তিনি হোম কোয়ারান্টাইনে আছেন। তবে রণবীর আর আলিয়া ভাট যেহেতু বর্তমানে অনেক ভালো সময় পার করছেন সেহেতু সেক্ষেত্রে রণবীরের অসুস্থতার কথা শুনে আলিয়া অনেক দুশ্চিন্তায় পরে গেছেন বলে নেটিজনদের ধারণা।