মেয়ের কথায় গালি বন্ধ করলেন ম্যাট ডেমন

মেয়ের কাছ থেকে শিক্ষা পেয়ে স্পর্শকাতর একটি গালি ব্যবহার করা বন্ধ করেছেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন। পুরুষত্বের আধুনিক ধারণা অনেকটাই ভিন্ন – এ বিষয়টি তিনি বুঝতে শিখেছেন বলে জানান।

বর্তমানে সমকামীদের অপমানের জন্য ব্যবহার করা হয় এমন একটি গালি ব্যবহার করতেন ডেমন। দ্যা সানডে টাইমস পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কয়েক মাস আগে আমি একবার ঠাট্টা করেছিলাম, আর বদলে এক শিক্ষা পাই আমার মেয়ের কাছ থেকে। সে টেবিল ছেড়ে উঠে পড়ে। আমি বললাম, ‘আরে বাবা, এ তো ঠাট্টা! ‘স্টাক অন ইউ’ মুভিতে আমি বলেছি এটা!’ কিন্তু সে তার রুমে চলে যায়, আর কেন এ শব্দটি বিপজ্জনক – এ প্রসঙ্গে অনেক দীর্ঘ, সুন্দর এক শাস্ত্র লিখে আনে। আমি বললাম, ‘আমি এ গালি বাদ দিলাম।‘ আমি বুঝলাম তার কথা।“

ম্যাট ডেমন ও তাঁর স্ত্রী লুসিয়ানা ব্যারোসো চার মেয়ের বাবা-মা। তবে তাঁর কোন মেয়েটি তাকে এ শিক্ষা দিয়েছে তা তিনি জানাননি।

ডেমন আরও বলেন, “আমি যখন ছোট ছিলাম তখন এ গালি খুব প্রচলিত ছিলো, তবে প্রয়োগ ছিলো ভিন্ন।“

ভাষার পরিবর্তনশীলতা আর মুখ সামলে কথা বলার গুরুত্ব নিয়ে ম্যাট ডেমনের বলা এ গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

কৌতুক অভিনেতা বিলি ইকনার টুইট করেন, “…শব্দটির বদলে কোন শব্দটি এখন ম্যাট ডেমন ব্যবহার করছেন তা আমি জানতে চাই।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন