‘সুইসাইড স্কোয়াড’ নিয়ে সমালোচনার জবাবে ডেভিড আয়ার

২০১৬ সালে মুক্তি পাওয়া ডিসি কমিকস সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ নিয়ে সমালোচনার জবাব দিলেন পরিচালক ডেভিড আয়ার। তিনি বলেন, তাঁর নির্মিত সংস্করণটি থিয়েটার পর্যন্ত পৌঁছায়নি।
‘সুইসাইড স্কোয়াড’ মুক্তির পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে আসছেন আয়ার। ২৮ জুলাই জেমস গান-এর পরিচালনায় চলচ্চিত্রটির পুনর্নির্মিত সংস্করণ মুক্তি পাওয়ার পর তা আয়ারের সংস্করণের চেয়ে কতদিক দিয়ে শ্রেষ্ঠ, এমন আলোচনা উঠেছে।
এর জবাবে আয়ার টুইটারে নিজের ছেলেবেলা, ব্যক্তিজীবনের নানা সংগ্রাম, ‘সুইসাইড স্কোয়াড’-এর সাথে তাঁর আত্মিক সম্পর্কের কথা তুলে আনেন। আর জানান, সমালোচনার মুখে দমে যাবেন না তিনি।
আয়ার লেখেন, “আমার নিজের জীবনের ছোঁয়া আছে সুইসাইড স্কোয়াড-এ। আমি বানিয়েছিলাম ছুঁড়ে ফেলা কিছু ‘খারাপ মানুষকে’ নিয়ে গভীর আবেগপ্রবণ এক যাত্রা – এমন অসাধারণ কিছু।”
স্টুডিও সংস্করণটি নিয়ে তিনি বলেন, “(এটা) আমার চলচ্চিত্র নয়। আবার পড়ুন। আর আমার সংস্করণ দশ সপ্তাহের ডিরেক্টরস কাট নয় – বরং জন গিলরয়ের দুর্দান্ত কাজে লি স্মিথের অভিজ্ঞ সম্পাদনা। এতে আছে স্টিভেন প্রাইসের অনবদ্য স্কোর, কিন্তু রেডিও সং-ও নেই একটিও।”

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন