স্ত্রী সন্তান নিয়ে সুখে আছেন পপ তারকা এড শিরান। বাবা হওয়ার পর থেকেই নিজের সমস্ত বদ অভ্যাসগুলো ত্যাগ করেছেন। তিনি এমনটাই জানালেন বিবিসি রেডিওকে। তবে বদঅভ্যাস বলতে মূলত তিনি মদ্যপানটাকেই বিশেষভাবে ইঙ্গিত করেছেন।
স্ত্রী চেরী’র সম্পর্কে এড বলেন, ‘যখনই সে বললো সে সন্তানসম্ভবা, জীবনটা দুম করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেলো। খাবার থেকে শুরু করে অ্যালকোহল, সবই বদলে গেলো।’
এড শিরানের কন্যা সন্তান লাইবার জন্মের পর থেকেই তিনি শরীরচর্চার দিকে বিশেষ মনোযোগ দিয়েছেন। ৯টা-৫টা সময় ধরে তিনি কাজ শেষ করেন। আগের মতো রাত জেগে রেকর্ডিং এর কাজ করেন না।
তার ওই সময়ের শিডিউল শুনে প্রযোজকরা বেশ অবাক হয়েছিলেন। কেননা আগে শিরান সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত রেকর্ডিং এর কাজ করতেন।
সেই প্রসঙ্গে এড বলেন, ‘আমি তাদের যখনই বলতাম, তো সকাল নয়টায় শুরু করা যাক, তারা অবাক হয়ে বলতো, কি বললে!’
মেয়ে লাইরার প্রসঙ্গে এড শিরান জানান, লাইরা মোটেও বাবা ভক্ত নয়। তিনি যখনই গান গায় লাইরা কেঁদে ওঠে।
এড শিরান একাধারে একজন ব্রিটিশ গায়ক-গীতিকার, গিটারিস্ট এবং প্রযোজক।