প্রসূনের বিয়ে কাল

ঈদের খুশির সঙ্গেই নতুন খুশির খবর আসতে চলেছে অভিনেত্রী প্রসূন আজাদের জীবনে। ঈদের পর পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ২৩ জুলাই (শুক্রবার) একটি মসজিদে তার বিয়ের আনুষ্ঠানিকতা করা হবে বলে জানিয়েছেন প্রসূন। এর আগে গত ১২ই জুন পারিবারিকভাবে তার বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু ফারহান গাফফারকে বিয়ে করছেন প্রসূন।

প্রথম আলোর খবর, বর্তমানে প্রসূন বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানিয়েছেন বর পক্ষ থেকে তার কেনাকাটার পর্ব আগেই শেষ হয়েছে। বরের পছন্দমতো পোশাকই বিয়েতে পরবেন তিনি।

প্রসূন বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিয়ে নিয়ে চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ সব এখন পাকাপাকি। আমাদের বিয়েটা এখন পারিবারিকভাবেই হচ্ছে। ঈদের পর আগামী শুক্রবার আমাদের বিয়ে হবে। দুই পরিবার এখন বিয়ে নিয়ে ব্যস্ত।’

তবে করোনা পরিস্থিতির কারণে বড় করে অনুষ্ঠান হচ্ছে না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার কারণে আপাতত বড় পরিসরে কোনো আয়োজন করা সম্ভব হচ্ছে না। ঢাকার কিছু মসজিদে মেয়েরা প্রবেশ করতে পারেন। সেই রকম একটি মসজিদে বিয়ে হবে। বিশেষ কারণে গায়েহলুদ হচ্ছে না। তবে ঈদের পরের দিন মেহেদি হবে।’

বিয়ের পর ঘুরতে কোথায় যেতে পারেন এই প্রসঙ্গে প্রসূন জানান, ‘পার্বত্য এলাকায় ঘুরতে পছন্দ করি। আমার কাছে মনে হয় দেশে অনেক ঘোরার জায়গা রয়েছে। একবার কেউক্রাডং ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছিল। আমার হবু বরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে আমাকে যেন পাহাড় দেখিয়ে নিয়ে আসেন। হানিমুন পর্ব পাহাড়ি এলাকাতেই সারতে চাই।’

সবশেষে এই অভিনেত্রীকে নারী দিবসের একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে। করোনা আর বিয়ের কারণে অভিনয় থেকে দূরে আছেন তিনি। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু হয় তার।

এর আগেও বিয়ে হয়েছিল প্রসূনের, বর অস্ট্রেলিয়া প্রবাসী মোহাইমিন সান। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল তাদের। পরবর্তীতে ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন