নোবেলের সাথে কাজ করবে না সাউন্ডটেক

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা-আলোচনায় থাকা সারেগামাপা খ্যাত তরুণ গায়ক নোবেলের সাথে কাজ করবে না সাউন্টেক। নোবেলের সঙ্গে করা চুক্তি বাতিল করল এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি।

১৭মে বাংলা ট্রিবিউনকে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। তিনি বলেন, মতের মিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় রোজার ঈদের দুই দিন আগে নোবেলের সঙ্গে আমাদের চুক্তি বাতিল হয়েছে। আমাদের সঙ্গে কথা ছিল অডিও গান করার। কিন্তু উনি বিগ বাজেটের ভিডিও করতে চান। এছাড়া আচরণগত সমস্যাও আছে।’

২০২০ সালে সাউন্ডটেক সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে ২২টি অডিও গান প্রকাশের চুক্তি হয়েছিল নোবেলের সঙ্গে। ইতিমধ্যে ‘অসহায়’ ও ‘অভিনয়’ শিরোনামে এসেছে। অপেক্ষায় আছে ‘মেহেরজান’ ছাড়াও আরও দুটি গান।

কর্ণধার সুলতান মাহমুদ বাবুল আরও বলেন, ‘উনাকে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। উনার (নোবেল) ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করছি।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন