নজরুলসঙ্গীত এবং আধুনিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন। আরেক কণ্ঠশিল্পী ও টেলিভিশন অভিনেতা তাহসান খানকে সঙ্গে নিয়ে টেলিফিল্ম নির্মাণ করছেন তিনি।
‘বেলা বয়ে যায়’ নামের এই টেলিফিল্মে তাহসানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। কাজী আসাদের চিত্রনাট্য এবং আগা নাহিয়ান আহমেদের পরিচালনায় এই টেলিফিল্মে রাফাত ও অরণীর ভালোবাসার গল্প থাকছে। এতে আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, মাজনুন মিজান প্রমুখ।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে নাহিয়ান বলেন, “এটি আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। আমার প্রথম ফিকশন, তাই খুবই যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শক নতুন কিছু পাবে।’’
‘বেলা বয়ে যায়’ টেলিফিল্মটি প্রযোজনার পাশাপাশি এর শীর্ষ সংগীতটিও গেয়েছেন সুস্মিতা। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, আর সুর করেছেন সাজিদ সরকার।
সুস্মিতা বলেন, “টেলিছবিটির মাধ্যমে প্রকাশ হওয়া এটি আমার প্রথম গান। এই প্রজেক্টের মধ্য দিয়ে আমার অনেক দিনের একটা প্রত্যাশা পূরণ হলো, যা নিয়ে আমি অনেক আশাবাদী।’’ ২১ অক্টোবর সুস্মিতার নিজস্ব ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পেয়েছে।