জয়ার কিশোর বেলার আনন্দ সত্যজিৎ রায়

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা সিনেমা জগতের মহারাজাকে সম্মান জানাচ্ছেন তারকা,পরিচালক ও অনুরাগীরা। এই মহারাজার সিনেমা দেখা এক প্রকার হাতের মুঠোয় পৃথিবীকে উপভোগ করার সমান।

ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান স্মরণ করেছেন সত্যজিৎ রায়কে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বামনদের ভূখন্ডে তার মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেই এতোটা উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।’

অভিনেত্রী জয়াকে কিশোরী বেলায় সত্যজিৎ রায় কিভাবে আনন্দ দিয়েছিল সেই বিষয় অভিনেত্রী তুলে ধরলেন। অভিনেত্রী লেখেন, ‘কিশরীবেলায় তার লেখাই ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড় বেলায় তার ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।’

অভিনেত্রী জয়া আহসান তার পোস্টের শেষাংশে বাংলা ছবিকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে। আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তার ছবির কাছে। ১০০ বছর পর বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন