জীবনকৃতি সম্মাননা পেলেন পরিচালক ললিতা কৃষ্ণা

ললিতা কৃষ্ণা ছোট বেলা থেকেই বেড়ে ওঠা কলকাতা শহরে। পরবর্তীতে কানাডায় চলে যান তবে এর আগে দিল্লির এক বিজ্ঞাপনী সেক্টরে কাজ করেছিলেন। সম্প্রতি ডন হাইগ অ্যাওয়ার্ডের বিজয়ীও হয়েছেন ললিতা কৃষ্ণা। কোভিড-১৯ এর প্রোটোকলের কারণে এ বছর কার্যত ১১ দিন দীর্ঘ জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের ২৮তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে ৯মে।

পরিচালক ললিতা কৃষ্ণা গত ২০ বছর ধরে ডকুমেন্টারি ছবি তৈরি করছেন। উত্তর আমেরিকার বৃহত্তম ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হট ডক্সে মর্যাদাপূর্ণ জীবনকৃতি সম্মান পেলেন ভারতীয়-কানাডিয়ান সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হয়ে।

ললিতা কৃষ্ণা সিবিসি বাচ্চাদের জন্য ইন্টারেক্টিভ ডকুমেন্টারি সিরিজ ব্রেকআউট তৈরি করেছিলেন।

পুরুষ্কার হিসেবে ডকুমেন্টারি নির্মাতাকে পাঁচ হাজার ডলার নগদ অর্থ প্রদান করা হয়েছে। হট ডক্সের সৌজন্যে এবং হট ডক্স ২০২২ এর প্রশংসাসূচক সমস্ত আক্সেস পাস পাওয়ার জন্য নাম রাখতে পারবেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন