কেন কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রভাস?

বর্তমানে বেশকিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফলে বন্ধ ছিল সিনেমা হল, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে শুরু হয়েছে শুটিংয়ের কাজ। শীঘ্রই প্রভাস ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন।

বলিউড ফিল্মিবিটের খবর, ১৫০ কোটি রুপির প্রস্তাব পাওয়া স্বত্ত্বেও একটি ব্র্যান্ডকে সরাসরি ‘না’ করে দিয়েছিলেন সুপারস্টার প্রভাস। যদিও এই তথ্যের কোন আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।
জানা গেছে, বিজ্ঞাপনের ব্যাপারে বেশ খুঁতখুঁতে প্রভাস। তিনি এমন কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান না, যা তার অনুরাগীদের প্রভাবিত করে। প্রভাস ভারতের জনপ্রিয় মুখ। এমনকি ভারতের বাইরেও তার ভক্ত-অনুরাগী অসংখ্য। তাই তার ব্র্যান্ড ভ্যালুও বিপুল।

উল্লেখ করা যেতে পারে এ তারকা বর্তমানে ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’, ‘সালার’ সিনেমা গুলো ছাড়াও নাম ঠিক না হওয়া আরেকটি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন