দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। করোনায় আক্রান্ত হয়েছেন এই গুনি শিল্পী। করোনার উপসর্গ ভেবে পরপর দু’বার তিনি করোনা টেস্ট করিয়েছিলেন তবে দুবারই টেস্টে ফলাফল নেগেটিভ আসে। হঠাৎ অসুস্থ অনুভব করায় তিনি ৭এপ্রিল পুনরায় আবার টেস্ট করান। ফলাফলে এবার করোনা পজিটিভ ধরা পরে। এই শিল্পীর স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম এর শ্বাসকষ্ট হওয়ায় দ্রুত তাকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ফরিদা পারভীন বর্তমানে তার নিজ বাসগৃহেই অবস্থান করছেন।
প্রথম আলোকে দেওয়ার সাক্ষাৎকারে ফরিদা পারভীন জানান, গতকাল থেকে কিছুটা ভালো লাগছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আপাতত কোনো সমস্যা পাওয়া যায়নি। শারীরিক কোনো সমস্যা নেই জ্বর, ঠান্ডা এমনকিছু।খাওয়া-দাওয়া করতে পারছি। স্যূপ খেতে ভালো লাগছে, তবে আবদুল হাকিমের শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে সপ্তাহখানেক ধরেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।
(ছবি- ফরিদা পারভীন এর ফেইসবুক থেকে নেয়া)