নুসরাতকে মন পরিষ্কারের পরামর্শ

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান কলকাতার সাংসদ সদস্য। সম্প্রতি ভোটের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। দিন-রাত্রি প্রচার প্রচারণার পরে আবার সংসারের জন্য নিজেই বাজার করে বাড়ি ফিরেন এমনও ছবি নেটিজনরা শেয়ার করেছেন। তবে এই অভিনেত্রী প্রায়ই সমালোচনার মুখোমুখি পরে যান বার বার।

সম্প্রতি তিনি ফটোশুট করিয়েছেন যার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। ছবি শেয়ার করে অভিনেত্রী শিরোনামে লিখেছেন, “প্রতিটি হৃদয়ে গভীর একটি স্বপ্নকে তৈরি করে দেয় এবং এটাও জানে প্রতিটি নারী একজন রাজকন্যা।” তবে ছবি শেয়ার করার পর থেকেই মন্তব্যের আর শেষ নেই। কেউ কেউ বলছেন, “মানুষের জন্য ভাবুন একটু, এতো ফটোশুট না করলেও হবে। আগে মন পরিষ্কার করুন তারপর না হয় এই ফটোশুট করবেন।” আবার কেউ কেউ বলেছেন, “ভোটের প্রচারণায় এমনে যাইয়েন নিশ্চিত জয় আপনার !”

বেশকিছু দিন আগেও তিনি কিছু ফটোশুট করেছিলেন যা নিয়ে নানা রকম মন্তব্য শুনতে হয়েছিল এই অভিনেত্রীর। তবে পরবর্তীতে অভিনেত্রী এই বিষয়ে জানান,ট্রলই আমার শক্তি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন