গতকাল (৫ ডিসেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহির পুরোনো একটি কথোপকথন ফাঁস হয়। অশালীন এই কথোপকথনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন অঙ্গনে তোলপাড় চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে মাহি বর্তমানে ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরবের মক্কায় আছেন। সেখান থেকে দৈনিক প্রথম আলোর কাছে এক ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া ও অবস্থান জানালেন অভিনেত্রী।
ভিডিও বার্তায় মাহি জানান, দুই বছর আগের এই ঘটনায় প্রতিমন্ত্রীর অশালীন আচরণ, এরপর কথোপকথন ফাঁসের ঘটনায় তিনি ভীষণ বিব্রত হয়েছেন। তিনি বলেন, “আমি সেদিন ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানে সেদিন কতটা আঘাত লেগেছে, সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন এবং আজ আরও একবার আমি বিব্রত হলাম। নিজের কাছে ছোট হলাম, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’’
নিজেকে নির্দোষ দাবি করে মাহি বলেন, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তখন কোনোরকম ব্যবস্থা তিনি নেননি। তিনি বলেন, “আপনারা নিজে থেকে ভেবে দেখবেন, এই রকম ভাষা বা ব্যবহারের প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়ার ছিল? সেদিন আমার কিছু বলার ভাষা ছিল না। আমি সে জন্য কোনো প্রতিবাদ করিনি। যেভাবে পেরেছি, পাশ কাটিয়ে যাওয়া উচিত বলে মনে হয়েছে, আমি পাশ কাটিয়ে গেছি। আমি দোষী কি না, আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’’
এদিকে মাহিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইমন বলেন, “আমি বিব্রত। আমার খুব খারাপ লাগছে। একজন সহকর্মীকে, নারীকে একজন মন্ত্রীর এভাবে বলাটা দুঃখজনক। এই ধরনের কথা হবে বুঝতে পারলে, আমি তো ফোনটাই দিতাম না। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে আমাদের অনেক চাওয়া। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক কাজে তাদের দরকার হয়, কিন্তু এ ধরনের ভাষা তো আশা করি না।’’