সেলিব্রেটিদের ব্যস্ত সময়ের মধ্য থেকে একটা নির্দিষ্ট সময় থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য।
অসংখ্য অনুরাগীরা তাদের ফলো করে থাকে এবং তারকাদের জীবনের সকল তথ্য খুব অনায়াসে জানতে পারেন সকলেই।
তবে এ সকল অনুরাগীদের মাঝেও এমন কিছু ব্যক্তি থাকেন যাদের আচরণে ক্ষিপ্ত হয়ে যান সেলিব্রেটিরা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে অভিনেত্রী সায়ন্তনীর সাথে। এক নেটিজনের প্রশ্নে রেগে গেলেন এই অভিনেত্রী।
বেশ কিছুদিন আগে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে আপলোড করেন প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে যে কেউ সায়ন্তনীকে প্রশ্ন করতে পারেন। সেই পোস্টেই সায়ন্তনীকে একজন প্রশ্ন করেছিল। “আপনার ব্রা এর সাইজ কত “? অভিনেত্রী এই প্রশ্নের জবাব দিতেও দ্বিধাবোধ করেননি। উত্তরে অভিনেত্রী বললেন, “আগে আমাকে আপনি বলুন, আপনার বুদ্ধির মাপ কত ? আমার তো মনে হয় শূন্য!”