হুমায়ুন আজাদের উপন্যাসের চলচ্চিত্রায়ন

 

১০,০০০ এবং আরও একটি ধর্ষণ

কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। একই নামের এই চলচ্চিত্রে সোহেল রানা বয়াতির পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন অভিনয়শিল্পী রাজ রীপা আর ওমর মালিক। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিং লোকেশন সহ প্রযোজনা-পূর্ববর্তী কাজগুলো শেষ হয়েছে।

নির্মাতা সোহেল জানান, দেড়-দুই বছর ধরে তিনি চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করছেন। দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, “স্যারের উপন্যাসটি নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিতে তার পরিবারের কাছে যেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) স্যারের স্ত্রী, কন্যা সহ পরিবারের সদস্যরা লিখিতভাবে আমাদের অনুমতি দিয়েছেন। সিনেমায় উপন্যাসের গল্প অক্ষুণ্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা। সেটা মেনেই আমরা কাজটি করবো।’’

মুক্তির আগে অবশ্য প্রয়োজনে চলচ্চিত্রের নাম পালটানো হতে পারে। সোহেল বলেন, “বাংলাদেশে যৌন হয়রানি বেড়েছে। স্যারের এই উপন্যাসে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটি আমার খুব পছন্দ হয়েছে। এ ছাড়া এর আগে ‘জল ও পানি’, ‘সেলাই জীবন’ ও ‘টিয়ার গপ্পো’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। এই ধরনের গল্প নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।’’

‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ চলচ্চিত্রে রীপা ধর্ষণের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করবেন। তিনি বলেন, “পরিচালকের সঙ্গে কয়েকবার আলোচনায় বসেছিলাম। মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। যেকোনো দিন হয়তো আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে।’’
‘মধ্যবৃত্ত’ চলচ্চিত্রের শুটিংয়ে বর্তমানে খাগড়াছড়িতে আছেন অভিনেতা ওমর। তিনি বলেন, “গেল বুধবার চুক্তি করেছি। ছবিতে অনেকগুলো চরিত্র আছে। তার মধ্যে মুখ্য দুটি চরিত্রের একটিতে আমি কাজ করছি। কাজটি শুরু করার জন্য মুখিয়ে আছি। গত এক বছরে অন্তত দশবার উপন্যাসটি পড়েছি।’’

‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। নির্মাতা সোহেল জানান, আগামী বছরের জানুয়ারিতে ফরিদপুর ও টাঙ্গাইলে দুই ধাপে চলচ্চিত্রটির শুটিং হবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন