সর্বশেষ ২০১৮ সালে উত্তম আকাশের পরিচালনায় ঢালিউড তারকা নাসরিন আক্তার নিপুণের ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এরপর গত বছরের ৭ সেপ্টেম্বর সাইদুল ইসলামের ‘বীরত্ব’ চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। দুইবারের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি ‘মনোলোক’ নামের নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তি সারলেন। পারিশ্রমিক নিচ্ছেন মাত্র এক টাকা। আগামীকাল (২১ নভেম্বর) থেকে ঢাকায় চলচ্চিত্রের শুটিং শুরু হবে।
‘মনোলোক’ চলচ্চিত্রের পরিচালক শহীদ রায়হান দৈনিক প্রথম আলোকে বলেন, “কোনো চুক্তি বা পারিশ্রমিক ছাড়াই কাজটি করতে চেয়েছিলেন নিপুণ। কিন্তু একজন শিল্পীর সম্মানার্থে চুক্তি করতে হয়। আর অর্থের পরিমাণ যা–ই হোক না কেন, চুক্তির সঙ্গে আর্থিক বিনিময়টা থাকতে হয়। শেষ পর্যন্ত এক টাকার পারিশ্রমিকে নিপুণকে চুক্তি করিয়েছি।’’ তিনি জানান, বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে কিছু রাজনৈতিক চরিত্রের অচেতন মনের কাল্পনিক বিশ্লেষণ নিয়ে এই চলচ্চিত্রের গল্প। এতে নিপুণ ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, এম এ বারী, সমু চৌধুরী সহ এক দল থিয়েটারকর্মী।
নিপুণ জানান, ‘মনোলোক’ চলচ্চিত্রে তার চরিত্রটি বিশেষভাবে পছন্দ হওয়ায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন। তিনি বলেন, “ছবির যে গল্প, আমার কাছে মনে হয় ছবিটি আর্কাইভ হয়ে থাকবে। তা ছাড়া আমার চরিত্রটি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। চরিত্রের পরিচয় এখনই প্রকাশ করতে চাচ্ছি না। এসব কারণে আমি নিজ থেকেই কাজটি বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলাম। কিন্তু পরিচালকের জোরাজুরিতে শিল্পীর সম্মানের জায়গা থেকে এক টাকায় চুক্তিবদ্ধ হয়েছি।’’
মাঝের সময়টাতে মনমতো চলচ্চিত্রের প্রস্তাব না পাওয়ায় কাজ করা হয়নি বলে জানান নিপুণ। বললেন, চলচ্চিত্রে তিনি নিয়মিতই কাজ করতে চান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রত্নগর্ভা মা’ আজও মুক্তি পায়নি। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।