জটিলতা কাটিয়ে ‘সূর্যবংশী’র ১০০ কোটি

৫ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ভারতীয় নির্মাতা রোহিত শেট্টির কপ-ড্রামা চলচ্চিত্র ‘সূর্যবংশী’। মুক্তির আগে প্রযোজনা সংস্থা মাল্টিপ্লেক্সগুলোতে বুকিং ও মুনাফা সংক্রান্ত নানা জটিলতায় জড়িয়েছিলো। তবে সেসব সমস্যা মিটে যাওয়ার পর অদম্য গতিতে এগোচ্ছে চলচ্চিত্রটি। বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপির আয়ের দ্বারপ্রান্তে।

‘সূর্যবংশী’র আয় নিয়ে চলচ্চিত্রের টিমকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। তিনি জানান, ভারতের বক্স অফিসে চলচ্চিত্রটি প্রথম দিন ২৬.২৯ কোটি, দ্বিতীয় দিন ২৩.৮৫ কোটি, তৃতীয় দিন ২৬.৯৪ কোটি, চতুর্থ দিন ১৪.৫১ কোটি রুপি – অর্থাৎ ৯০ কোটি রুপিরও বেশি আয় করেছে। আর আন্তর্জাতিক বাজারে তিন দিনে চলচ্চিত্রটির সংগ্রহ ৩.২৯ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪.৩৭ কোটি রুপি।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকেরা ভিড় করতে শুরু করেছেন। কোনো কোনো প্রেক্ষাগৃহে দর্শকের চাপে মালিকেরা ভোর সাড়ে ৪টা পর্যন্ত ‘সূর্যবংশী’ দেখাতে বাধ্য হয়েছেন।

‘সূর্যবংশী’ চলচ্চিত্রে অক্ষয় কুমার অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও চলচ্চিত্রে আরও আছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ। অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে থাকছেন। ২০২০ সালের ২৪ মার্চ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে করোনাভাইরাস মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন