“আদর্শ নাগরিক হিসেবে পদ্মশ্রী পেয়েছি”

২০২০ সালের ২৬ জানুয়ারি ঘোষণার পর অবশেষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে পদ্মশ্রী পদক নিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। ৮ নভেম্বর দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

পদক হাতে পেয়েই ভক্তদের জন্য একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। তাতে বলেছেন, “শিল্পী হিসেবে অনেক পুরস্কার-ভালোবাসা পেয়েছি। তবে আজকের পুরস্কারটা পেয়েছি ভারতের একজন আদর্শ নাগরিক হিসেবে। ঠিক যখনই আমি জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে শুরু করলাম, যখনই আমি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে বলতে শুরু করলাম। তাই পুরস্কারটি অনেকের মুখ বন্ধ করে দেবে।’’

পারফরমিং আর্টস বিভাগে কঙ্গনা ছাড়াও পদ্মশ্রী পেয়েছেন করন জোহর, একতা কাপুর ও আদনান সামি। পদক হাতে পেয়ে সামি ভারতবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা জানান। তবে পদ্ম-সম্মানের প্রথম এই পর্বে করন ও একতা ছিলেন না, তারা পদক পাচ্ছেন দ্বিতীয় পর্বে। এছাড়াও প্রয়াত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের পরিবারের হাতে তার পদক তুলে দেয়া হবে।

গত বছর পদ্মশ্রীর জন্য নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করন বলেন, “দেশের অন্যতম বেসামরিক পুরস্কার এক অনন্য সম্মান। আবেগাক্রান্ত হয়ে পড়ছি। আমি বিনীত, উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ আমার প্রতিদিনের স্বপ্নকে বাঁচিয়ে রাখার মাধ্যমে সৃষ্টি ও বিনোদিত করার সুযোগ দেওয়ার জন্য।’’

একতা কাপুরও লেখেন, “আমি উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত। আজ আমাকে চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী দেওয়া হচ্ছে, আমি সম্মানিত। আশা করি সীমানা পেরিয়ে এগিয়ে যাবো, প্রতিভাবান তরুণদের সুযোগ করে দেওয়া অব্যাহত রাখার মধ্য দিয়ে দেশের এই ভালোবাসা ও সম্মানের মর্যাদা রাখবো।’’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন