অবশেষে দেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

২০২১ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কানে অফিশিয়াল মনোনয়নও পায়। এছাড়াও এই বছর বাংলাদেশ থেকে হলিউডের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কারের জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। কিন্তু নিজ দেশে মুক্তি প্রসঙ্গে অনিশ্চয়তা থেকেই যাচ্ছিলো। সব জটিলতা পেরিয়ে অবশেষে ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের প্রযোজক এহসানুল হক বাবু দৈনিক প্রথম আলোকে বলেন, “আগামী মাসেই সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির জন্য আমরা ১২ নভেম্বর বরাদ্দ চেয়েছি। আমাদের সিনেমার নায়িকা আজমেরী হক বাঁধন এখন দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেবো। বুঝতে পারছি, সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহ রয়েছে। আমরাও মুক্তির সব প্রস্তুতি নিচ্ছি।’’

স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “রেহানার প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সিনেমাটি ১২ তারিখে মুক্তির কথা রয়েছে। যখনই মুক্তি পাক, সিনেমাটি আমরা সিনেপ্লেক্সে চালাবো।’’

বেসরকারি একটি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এই চলচ্চিত্রের গল্প। এক ছাত্রীর হয়ে তিনি নিজ সহকর্মীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। বাঁধন ছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ সহ অনেকেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন