‘আমাদের লক্ষ্য এখনো একই আছে—মানুষকে একসঙ্গে করার কাজটিই করে যাচ্ছি।’ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফেসবুকের কানেক্ট সম্মেলনে ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ এই কথা বললেন। তার আগে এই সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নাম পরিবর্তনের ঘোষণাটি দেন।
এখন থেকে ফেসবুকের নতুন নাম হবে—‘মেটা (Meta)’। নাম বদলের মাধ্যমে জাকারবার্গ জানান দিলেন, তাদের কোম্পানি এখন আর শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কোম্পানি নয়—এটি একটি ‘মেটাভার্স’ কোম্পানি।
নাম বদলানোর কারণ হিসেবে তিনি বলেন, আমরা নানামুখী কাজ করি ফেসবুক নামটি সেগুলোর প্রতিনিধিত্ব করে না। ফেসবুক একটি পণ্যেরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি কোম্পানি যারা মানুষের সঙ্গে মানুষকে সংযুক্ত করতে প্রযুক্তি উদ্ভাবন করে।’ নাম পরিবর্তনের গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল।
এ সপ্তাহেই ফেসবুকের চেয়ারম্যান ও সিইও জাকারবার্গ জানিয়েছেন, নানা পণ্য উন্নয়নে তার প্রতিষ্ঠান প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এরমধ্যে রয়েছে ভিআর প্রযুক্তি, স্মার্ট গ্লাস ও ই-কমার্স। আগামী দশ বছরের মধ্যে এক বিলিয়ন গ্রাহক তৈরির আশা করছে ফেসবুক ওরফে মেটা।
নাম পরিবর্তনের ঘোষণা তখনই এলো যখন অসত্য তথ্য ছড়িয়ে পড়া রোধে জাকারবার্গ ও তার কর্মীদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে।