ঢাকায় আসছে ‘ডিউন’

প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ২২ অক্টোবর আন্তর্জাতিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক হলিউড চলচ্চিত্র ‘ডিউন’।

আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ‘ডিউন’ আসছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ফ্র্যাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের উপন্যাস ‘ডিউন’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক ডেনিস ভিলনাভ। এতে অভিনয় করেছেন টিমোথি চ্যালামেট, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক, জশ ব্রলিন, স্টেলান স্কার্সগার্ড, ডেভ বুটিস্টা, চ্যাং চেন, জেনডায়া, স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন, হাভিয়ের বারডেমসহ আরও অনেকে।

‘ডিউন’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র টিমোথির ‘পল অ্যাট্রেইডেস’, যে বিস্ময়কর কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে জন্মেছে। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে নিজ পরিবার ও মানুষকে রক্ষা করতে মানব ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌছানোর প্রচেষ্টা চালায় সে। এই চলচ্চিত্রে থাকছে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর এমন কিছু দানবীয় চরিত্র – যা আগে কখনও দেখা যায়নি।

২০২০ সালের নভেম্বরে ‘ডিউন’ মুক্তি পাওয়ার কথা ছিলো। করোনা পরিস্থিতির কারণে চলচ্চিত্রটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে – এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেক্ষাগৃহেই মুক্তির ঘোষণা দেন প্রযোজকরা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন