এবার ‘ফারাজ’-এর বিরুদ্ধে মামলা

হোলি আর্টিজান হামলা অবলম্বনে নির্মাণাধীন বলিউড চলচ্চিত্র ‘ফারাজ’-এর বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছিল অবিন্তা কবির ফাউন্ডেশন।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় নিহত হন অবিন্তা কবির। এই হামলা নিয়ে বলিউডি পরিচালক হানসাল মেহেতা ‘ফারাজ’ চলচ্চিত্রটি নির্মাণ করছিলেন। এই সূত্রে চলচ্চিত্রের পরিচালকসহ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, প্রযোজক ভূষণ কুমার এবং সহকারী প্রযোজক অনুভব সিনহাকে অবিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশের ল’ফার্ম লিগ্যাল কাউন্সেল। এবার ফাউন্ডেশনের পক্ষে অবিন্তার মা তাদের বিরুদ্ধে মামলাও করেছেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী।

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে নিয়ে নির্মিত হচ্ছে ‘ফারাজ’। তিনি ‘ট্রান্সকম গ্রুপ’ ও ‘মিডিয়াস্টার’-এর প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি।

২০২০ সালের গোড়ার দিকে অবিন্তা কবিরের পরিবার একটি উকিল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশে ২০১৬ সালের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের চরিত্র রেখে কোনো চলচ্চিত্র তৈরি করা যাবে না। ওই সন্ত্রাসী হামলায় বাংলাদেশিদের একজন অবিন্তা। উকিল নোটিশে আরো স্পষ্ট করা হয়েছিল, অবিন্তা কবিরের সঙ্গে মেলে এমন কোনো চরিত্রও চলচ্চিত্রে রাখা যাবে না। গত আগস্টে খবর আসে, বলিউডে এই হামলার ঘটনা নিয়ে সিনেমা তৈরির তোড়জোর চলছে

ভারতের টি-সিরিজ-এর সেই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে জাহান কাপুরের অভিষেক হওয়ার কথা। জাহান সম্পর্কে বলিউড তারকা কারিশমা কাপুর ও কারিনা কাপুরের চাচাতো ভাই। চলচ্চিত্রটি প্রযোজনায় আছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। সেই উদ্যোগের বিরুদ্ধেই সিনেমা প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ দেয় ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন