ইন্ডিয়ানা জোনস এবং মারভেলের আরো কিছু সুপারহিরো সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে ডিজনি। হলিউডভিত্তিক বিনোদনমাধ্যম স্ক্রিনর্যান্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে মুক্তি পাবে এমন কয়েকটি চলচ্চিত্রের ক্ষেত্রে এই ঘোষণা দিয়েছে ডিজনি।
পিছিয়ে দেয়া চলচ্চিত্রের মধ্যে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ ২৫ মার্চ থেকে পিছিয়ে ৬ মে মুক্তি দেয়া হবে। এছাড়াও ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ৬ মে এর বদলে ৮ জুলাই এবং ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ৮ জুলাইয়ের বদলে ১১ নভেম্বর মুক্তি পাবে। এছাড়াও নাম অপ্রকাশিত আছে এমন কিছু চলচ্চিত্রও শিডিউল থেকে সরিয়ে নিয়েছে ডিজনি।
চলচ্চিত্রগুলো মুক্তির নতুন তারিখ
ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস – ৬ মে, ২০২২
থর : লাভ অ্যান্ড থান্ডার – ৮ জুলাই, ২০২২
ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার – ১১ নভেম্বর, ২০২২
ইন্ডিয়ানা জোনস ৫ – ৩০ জুন, ২০২৩
দ্য মারভেলস – ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া – ২৮ জুলাই, ২০২৩