‘কুহেলিকা’য় সাফা কবির

সাফা কবির। ছবি : সংগৃহীত

ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব ফিল্মে অভিনয় করছেন বাংলাদেশি টেলিভিশন তারকা সাফা কবির।
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে ‘কুহেলিকা’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান। সাফা কবির ছাড়াও এতে অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

১৭ অক্টোবর থেকে মুন্সিগঞ্জে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে, চলবে এই মাসের শেষ পর্যন্ত। সাফা কবির শুটিংয়ে যোগ দেবেন ১৯ অক্টোবর থেকে।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে সাফা কবির বলেন, “এই গল্পটি অসাধারণ। ওটিটির জন্য আজকাল বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’’

নির্মাতা সামিউর রহমানের প্রথম চলচ্চিত্র ‘কুহেলিকা’। তিনি বলেন, ‘‘নামটি পরিবর্তন হতে পারে। তবে আপাতত ‘কুহেলিকা’ই ডাকছি। এটি হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদের কিভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করার চেষ্টা করবো।’’

কিছুদিন আগেই সাফা কবির আরেক ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘বলি’র কাজ শেষ করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহানা সাবা ও মৌসুমী মৌ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন