অস্ট্রেলিয়ার এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের (অ্যাপসা) ১৪তম আসরে সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেলেন ঢালিউড তারকা আজমেরী হক বাঁধন।
১৩ অক্টোবর অ্যাপসা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করেছে। আর ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এতে মনোনয়ন পেয়েছেন বাঁধন। প্রথম কোনো বাংলাদেশি অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন। তালিকায় তার প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের অভিনেত্রী আলেনা ইভ, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চেস্কিরে, অস্ট্রেলিয়ার লি পার্সেল এবং নিউজিল্যান্ডের অ্যাসি ডেভিস।
অ্যাপসাতে মনোনয়ন পাওয়ার খবর কিছুদিন আগেই জানতে পারলেও আজ অফিশিয়াল ঘোষণা আসার পরই সংবাদমাধ্যমকে জানান বাঁধন। তিনি বলেন, “যেকোনো অভিনেত্রীর জীবনে এটা অনেক বড় সম্মান। বাংলাদেশ থেকে এই উৎসবে এর আগে কোনো অভিনয়শিল্পী মনোনয়ন পায়নি। এই প্রতিযোগিতায় যাদের সঙ্গে মনোনয়ন পেয়েছি, যেসব দেশের অভিনেত্রীর সঙ্গে আমার নামটা এসেছে, এটা আমি কল্পনাও করতে পারি না। নিঃসন্দেহে মন ভালো, অনেক বেশি আনন্দ লাগছে। গর্ববোধও করছি। তবে আমি মনে করি, এই মনোনয়ন ছবির পরিচালক (আবদুল্লাহ মোহাম্মদ) সাদই পেয়েছে।”
আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বাঁধন জানান, সে সময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাবে বলে যাওয়া সম্ভব হবে না।
প্রসঙ্গত, অ্যাপসার এই আসরে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টি দেশের ৩৮টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর আগে ২০১৩ সালে অ্যাপসার ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’।