টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। বর্তমানে শুধু ছোট পর্দায় নয়,নাম লিখিয়েছেন বড় পর্দায়ও।
সম্প্রতি এই অভিনেতাকে দেখা যাবে ইফতেখার শুভর পরিচালনায় “মুখোশ” সিনেমাটিতে। সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপও পরিচালনা করেছেন ইফতেখার শুভ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এই অভিনেতা মামুন অপুর কিছু ছবি যা ভাইরাল হতে শুরু করেছে। “মুখোশ” সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে সাদা ভাই নামক এক চরিত্রে অভিনয় করতে। এই সিনেমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অভিনেতাকে “ভিলেনখ্যাতি” নাম দিয়ে ট্যাগ করেছেন নেটিজনরা।
এছাড়াও ”মুখোশ” সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, পরিমনি, মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, প্রাণ রায় সহ আরও অনেককেই।
গত ৩০শে মার্চ সকাল থেকে প্রায়ই দুপুর পর্যন্ত এফডিসিতে এবং বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বই মেলায় শুটিংয়ের কাজ হয়। পরিস্থিতি স্বাভাবিক আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।