এক হচ্ছে চলচ্চিত্র এবং টেলিভিশনের সংগঠনগুলো

বৃহৎ স্বার্থে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র এবং টেলিভিশন সংশ্লিষ্ট সংগঠনগুলো।
গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আমন্ত্রণে এফডিসির পরিচালক সমিতির পাঠাগারে উপস্থিত হয়েছিলেন টেলিভিশন মাধ্যমের বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা। এখানে এক মত বিনিময় সভায় চলচ্চিত্র এবং টেলিভিশনের কলাকুশলীরা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) চেয়ারম্যান মামুনুর রশীদ দৈনিক প্রথম আলোকে বলেন, “চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পী-কলাকুশলীদের কাজ করতে গিয়ে কিছু অভিন্ন সমস্যা লক্ষ করা যায়। সেগুলো সমাধান করার জন্য দুই মাধ্যমের সংগঠন এক হয়ে কাজ করার বিকল্প নেই। আমরা একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান হবে, আমাদের সম্পর্ক ভালো থাকবে। কাজের ক্ষেত্রে কোনো দূরত্ব রাখতে চাই না আমরা। এটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক—সবাই কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সেই পরিকল্পনা করার জন্য একত্র হয়েছিলাম। আমাদের একসঙ্গে পথচলার সূচনা হলো। দুই পক্ষের সদিচ্ছা প্রকাশ পেয়েছে, তাঁরা একসঙ্গে কাজ করতে চান।’’
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, “চলচ্চিত্র, নাটক ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই। চলচ্চিত্র প্রযোজক, ডিরেক্টর গিল্ড, অ্যাক্টরস ইক্যুইটি থেকে শুরু করে সবাই একত্র হয়েছিলাম। আমরা সবাই মিলে বৃহৎ একটি পরিবার। তাদের ফেডারেশন রয়েছে, আমরাও ফেডারেশন করছি। একটা ঐক্য করে আমরা একে অন্যকে সহযোগিতা করে কাজ করবো। সবাই মিলে চলচ্চিত্র, টেলিভিশনশিল্পের উন্নয়ন, কাজের পরিবেশের মানোন্নয়ন, সব দুর্যোগে কীভাবে একে অন্যের সঙ্গে কাজ করা যায়, সেসব পরিকল্পনা করা হয়েছে।’’
আলোচনায় বিদেশি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিড-সংক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন