টিকা নিলেন শাকিব খান

সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ৫এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা নেওয়ার শেষ দিন ছিল আজ। শেষ দিনেই এসে ভ্যাকসিন নিলেন চিত্রনায়ক শাকিব খান।
তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এ্যান্ড ইউরোলজি হাসপাতাল থেকে টিকা গ্রহণ করেন ।

নিজেই তার ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন টিকা গ্রহণের বিষয়টি । একটি ছবি পোস্ট শেয়ার করে শিরোনামে লিখেছেন,”আলহামদুলিল্লাহ কোভিড-১৯ এর টিকা গ্রহণ করলাম “। একই সাথে সবাইকে সাবধান থাকতেও অনুরোধ করেছেন।

বেশকিছু দিন আগে পাবনা শহরে অভিনেতা তার আসন্ন সিনেমা “অন্তরাত্মা”র শুটিংয়ের কাজ শেষ করেছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার নায়িকা দর্শনা বণিককে।
চলতি বছরে আসন্ন ঈদুল ফিতরের ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন