আট মাস আটকে থাকার পর অবশেষে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য স্কুলের একটি দৃশ্যের শুটিং হয়েছে।
দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, এই বছর জানুয়ারিতে ‘রক্তজবা’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিলো। করোনার মধ্যেই সেই সময় মাসজুড়ে চলচ্চিত্রটির টানা দৃশ্য ধারণ চলে। শুটিং, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সিং, ডাবিং সহ পুরো কাজ শেষ করেও স্কুলের একটি দৃশ্যের জন্য শুটিং ইউনিটকে অপেক্ষা করতে হলো আট মাস।
‘রক্তজবা’ চলচ্চিত্রের নির্মাতা নিয়ামুল মুক্তা বলেন, “বছরের মাঝামাঝির দিকে ছবিটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সেই সময় আমাদের ছিলো। সেই জন্য পুরো শুটিং টানা শেষ করেছি। ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু আমাদের গল্পে একটি স্কুলের দৃশ্য বাদ ছিলো। এ জন্য বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী দরকার ছিলো। সেই সময়ে আয়োজন করে শুটিং করা যেতো। কিন্তু কিশোরদের কথা ভেবে সেই পথে এগোইনি। তখন শুনেছিলাম শিগগির স্কুল খুলে দেবে। আগামী মাস, আগামী মাস করে আট মাস আমাদের অপেক্ষা করতে হলো। স্কুল খোলার পরই আমরা নিয়ম মেনে গত বুধবার বাকি শুটিং প্রায় আট ঘণ্টার মধ্যে শেষ করেছি।’’
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে চলচ্চিত্রের গল্প। প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। তিনি বলেন, “থ্রিলার গল্পটি দর্শকের ভালো লাগবে।’’ ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়াসহ অনেকে।
‘রক্তজবা’ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। এর আগে মুক্তি পাওয়া ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের নির্মাতাও মুক্তা। তিনি বলেন, “সিনেমাটির সব কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় আমরা মুক্তির প্রস্তুতি নিতে পারবো।’’