জেমস বন্ড সিরিজে জায়গা পেতে চান হলিউড তারকা হেনরি ক্যাভিল। সে নায়ক চরিত্রেই হোক আর খলনায়ক।
বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ দিয়ে জেমস বন্ড সিরিজে নিজ অধ্যায়ের ইতি টানলেন ড্যানিয়েল ক্রেইগ। তার জায়গা নিতে আগ্রহী অনেক ব্রিটিশ অভিনেতাই। তবে পরের বন্ড হতে পারেন একজন নারী, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ কারণেই হয়তো বন্ড সিরিজের খলনায়ক হতে চাইছেন হেনরি ক্যাভিল। দরকার শুধু প্রযোজকদের সায়।
সাংবাদিকদের ক্যাভিল বলেন, “বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন যদি আমার ব্যাপারে আগ্রহী হন, আমি সম্মানের সঙ্গে সাড়া দেব। সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব।’’
তবে এই ‘সুপারম্যান’ তারকার মূল আগ্রহ কিন্তু খলনায়ক নয়, স্বয়ং জেমস বন্ড হওয়ায়। এমনকি ২২ বছর বয়সে বন্ড হওয়ার জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু পিয়ার্স ব্রুসনানের পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্রেইগ। ক্যাভিল বলেন, “এখন বন্ড হওয়ার ব্যাপারটা অনিশ্চিত। দেখছি, কী ঘটছে। কিন্তু হ্যাঁ, আমি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী। সেটা হবে একটা দারুণ ব্যাপার।’’