হলিউড তারকা জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটের নতুন চলচ্চিত্রের স্বত্ব পেলো অ্যাপল।
বিনোদনভিত্তিক ওয়েবসাইট হলিউড রিপোর্টার সূত্রে জানা যায়, ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ নির্মাতা জন ওয়াটসের নতুন থ্রিলার চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করবেন জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। প্রেক্ষাগৃহের পাশাপাশি অ্যাপল অরিজিনাল ফিল্ম হিসেবে অ্যাপল টিভিতে এই চলচ্চিত্রটি দেখা যাবে।
গল্পের বিস্তারিত জানা যায়নি, এমনকি নামও ঠিক হয়নি। জানানো হয়নি মুক্তির তারিখও। তবু এর আগে চলচ্চিত্রটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলো অ্যাপল, নেটফ্লিক্স, আমাজন, ইউনিভার্সাল, সনি। জন ওয়াটস চলচ্চিত্রের চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন। আর অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনাও করছেন ক্লুনি ও পিট। এটি তাদের একসঙ্গে অভিনীত ষষ্ঠ চলচ্চিত্র হতে যাচ্ছে।