একসঙ্গে চারটি চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করলো ভারতীয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।
ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবরে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর এই ঘোষণা দিয়েছে যশ রাজ ফিল্মস। তালিকার প্রথমেই আছে সাইফ আলি খান ও রানী মূখার্জি অভিনীত চলচ্চিত্র ‘বান্টি অউর বাবলি ২’, যা ১৫ বছর আগে মুক্তি পাওয়া ‘বান্টি অউর বাবলি’ চলচ্চিত্রের সিকুয়েল। এই বছরের ১৯ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এরপরই আছে অক্ষয় কুমার ও মানুশি চিল্লার অভিনীত ‘পৃথ্বীরাজ’, মুক্তি পাবে আগামী বছরের ২১ জানুয়ারি। তৃতীয় চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে রণবীর সিং ও শালিনী পান্ডে অভিনীত ‘জয়েশভাই জোরদার’, যার মুক্তির তারিখ ২৫ ফেব্রুয়ারি। আর সবশেষে ১৮ মার্চ মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘শমশেরা’।
জানা যায়, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই চারটি নতুন চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য প্রস্তাব দিয়েছিলো ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। এর জন্য ৪০০ কোটি রূপির প্রস্তাবেও রাজি হননি যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। প্রেক্ষাগৃহে চলচ্চিত্র চারটি মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।