মাত্র সাত মাসেই ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রের শুটিং ও ডাবিং শেষ করেছেন ঢালিউডের নতুন জুটি সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রের শেষদিনের ডাবিংয়ে সিয়াম ও নোভা দুজনেই অংশ নেন। নির্মাতা রনি ভৌমিক জানান, ফেব্রুয়ারিতে চলচ্চিত্রের শুটিং শুরু করে আগস্টের প্রথম সপ্তাহেই শেষ দৃশ্যের শুটিং করা হয়।
রনি বলেন, “এটিই আমার নির্মাণ করা প্রথম সিনেমা। তাই কাজ করতে গিয়ে কোনো ভুল-ত্রুটি রাখতে চাইনি। সময় নিয়ে হলেও নিখুঁতভাবে কাজ শেষ করতে চাই। তবুও অল্প সময়েই ছবির কাজ শেষ করতে পেরেছি, সেই ক্রেডিট পুরোটাই আমার টিমের। সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়া হবে।”
‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রটি নিয়ে সন্তোষ প্রকাশ করে সিয়াম বলেন, “যেহেতু অন্য ছবির কাজ নিয়েও আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে এবং নির্মাতা এ বছরই ছবিটি মুক্তি দিতে চান, তাই কষ্ট হলেও টানা সময় দিয়ে ডাবিংটা শেষ করে দিলাম। একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে বাবা-ছেলের সম্পর্ক এবং আরো অনেক বিষয় দর্শকরা দেখতে পাবেন এখানে।’’
নোভা বলেন, “আমার কাছে মনে হয় দর্শক যখন কোনও গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারেন তখনই তার কাছে সেটা বেশি ভালো লাগে। এই ছবিটাও ঠিক তেমনই, সবাই নিজেদের সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন।’’
টোস্টার প্রোডাকশন ও লেভেল থ্রি প্রযোজিত ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রে সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন। সানজিদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ। আশা করা হচ্ছে এবছরই মুক্তি পাবে সিনেমাটি।