মাসুদ মুন্সির ‘মুন্সিগিরি’ শুরু

৩০ সেপ্টেম্বর বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে ‘মুন্সিগিরি’ নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এতে এক সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্য তদন্ত করবেন সরকারি গোয়েন্দা মাসুদ মুন্সি। তিনি আধুনিক প্রযুক্তির বদলে মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে রহস্যের সমাধান করেন।

রাত আটটায় ওটিটি প্লাটফর্ম চরকিতে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ‘মুন্সিগিরি’ চলচ্চিত্রে মাসুদ মুন্সি চরিত্রে চঞ্চল চৌধুরী, তার স্ত্রী পারভিন চরিত্রে শবনম ফারিয়া এবং নিহত কর্মকর্তার স্ত্রী সুরাইয়া চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। এছাড়াও আছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, আহসান হাবিব নাসিম প্রমুখ।

দৈনিক প্রথম আলোকে চঞ্চল বললেন, “সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে, দেশীয় কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করলাম। ফেসবুকে যখন তাকদীর বা কন্ট্রাক্ট–এর কোনো আপডেট দিতাম, তখন অনেকেই লিখতেন, সব দেশের বাইরের প্ল্যাটফর্মের জন্য করেন, আমাদের দেশের প্ল্যাটফর্ম থেকেও কিছু ভালো কাজ আপনার কাছ থেকে আশা করি। তারা তো আসলে বাস্তবতা জানেন না, দেশে তখন ওই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়নি। আমাদের আশার একটা জায়গা চরকি—আমরাও আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মতো তাল মিলিয়ে বা একই কাতারে দাঁড়িয়ে ভালো কাজ করব। সেটা বাস্তবে রূপ পেলো ভেবে ভালোই লাগছে।’

‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটির ঘোষণা দেয়ার সময়ই সিরিজ হিসেবে একাধিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন পরিচালক। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

‘মুন্সিগিরি’ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, “এটি থ্রিলার নয়। ডিবি পুলিশের গল্প। খুনের রহস্য আছে, রহস্য উদঘাটনের কথা আছে। জীবনের কথা, পরিবারের দুঃখ-বেদনার ঘটনা আছে। আমার বিশ্বাস ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।“

জানা গেছে, মাসুদ মুন্সি চরিত্রের খুঁটিনাটি পর্দায় তুলে ধরতে গোয়েন্দা পুলিশের শরণাপন্নও হয়েছিলেন পরিচালক অমিতাভ রেজা। তিনি বলেন, “ছবিটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন। বাংলাদেশে আগে নিজেদের গোয়েন্দা নিয়ে ভিজ্যুয়াল হয়নি—এটাই প্রথম। তা ছাড়া এটা যতটা না থ্রিলার, তার চেয়ে বেশি মানুষের সম্পর্কের গল্প। পুলিশ এবং তার পরিবার নিয়ে গল্প। আমরা আশাবাদী যে দর্শক মুন্সি চরিত্রে চঞ্চল চৌধুরীকে সাদরে আমন্ত্রণ জানাবেন।’’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন