নির্মাতা জন ওয়াটসের নতুন থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করবেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম কলাইডার সূত্রে জানা যায়, পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্বেও আছেন জন ওয়াটস নিজেই। পাশাপাশি ক্লুনি ও পিট চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে থাকছেন।
পিট-ক্লুনির একসঙ্গে অভিনীত ষষ্ঠ চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। নাম বা গল্পের বিস্তারিত এখনো জানানো না হলেও চলচ্চিত্রটি কিনতে এরই মধ্যে প্রতিযোগিতার দৌঁড়ে নেমে গেছে অ্যাপল, নেটফ্লিক্স, আমাজন, ইউনিভার্সাল ও সনি।
ওয়াটসের নতুন এই চলচ্চিত্রটি মুক্তির তারিখ আপাতত জানা যায়নি। সম্প্রতি মারভেল স্টুডিওজের চলচ্চিত্র ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ নির্মাণ করেছেন তিনি।